মহান ভাষার মাস উপলক্ষে রক্তদানের কার্যক্রমকে সকলের মাঝে ছড়িতে দিতে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি,ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ৭১ তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত ফরিদপুর নিউ মার্কেট বাজার প্রাঙ্গণে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন নিউ মার্কেট বাজার কমিটির সহ-সভাপতি মোঃ গোলাম নবী। এসময় তিনি বলেন, আলহামদুলিল্লাহ আপনাদের কার্যক্রমে আমরা যথেষ্ট খুশি। আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনাদের কার্যক্রম সম্পন্ন করছেন। নিউ মার্কেট বাজার কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মানবতার সেবায় এভাবেই আপনারা এগিয়ে যান। পরবর্তীতে যে কোনো প্রয়োজনে তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন।
উক্ত ক্যাম্পেইনে এলাকার বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উক্ত ক্যম্পেইনে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ৯ জন স্বেচ্ছাসেবী সদস্যের সার্বিক পরিচালনায় ৪২৩ জন বিভিন্ন বয়সীদের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।
সারা দেশব্যাপী বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি ইতোমধ্যে ৭১ টি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করতে সক্ষম হয়েছে।