মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা বন্ধু কাউন্সেলিং এন্ড সাইকোসোশ্যাল রিসার্চ সেন্টার (BCPRC) কর্তৃক রাজশাহীতে ১১ই জানুয়ারি ২০২৩ইং তারিখে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এই শীতবস্ত্র বিতরণে সরাসরি সহযোগিতা করে বন্ধু।বাস্তবায়ন করে স্থানীয় বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস্ অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার( লফস)।লফসের ঘোড়ামারাস্থ লফসের কার্যালয় হতে ৫০ জন্য দরিদ্র নারী ও শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মহসিন আলী, সমন্বয়কারী, ব্র্যাক রাজশাহী জোন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লফসের নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন। প্রধান অতিথির বক্তব্যে জনাব মহসিন আলী বলেন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লফসের রাজশাহী জোনের সভাপতি মোঃ শামীম আক্তার।
এই আয়োজন বন্ধুর একটি যুগান্তকারী পদক্ষেপ যা মেন্টাল হেলথের পাশাপাশি আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার একটি প্রচেষ্টা।