amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৮ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে “জাসাস” চট্টগ্রাম উত্তর জেলা

এম ওসমান গনি
আগস্ট ২৮, ২০২৪ ১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়েছে।

সোমবার ২৬ আগস্ট চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন ফটিকছড়ি উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা কাজিরহাট, শান্তিরহাট,নারায়ণহাট, দাঁতমারাসহ বেশ কয়েকটি এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য (চাল,ডাল,তেল,আলু পেঁয়াজ, মশলা) বিতরণ করা হয়। এছাড়াও ঐ সব এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। পরে উপস্থিত শিশু-কিশোরদের পড়ালেখা, সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত ও খেলাধূলায় মনোনিবেশ করে ক্রীড়াঙ্গনে ভূমিকা রাখতে ক্রীড়া সামগ্রী কেনার জন্য নগদ অর্থ প্রদান করেন তারা।

“জাসাস” চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল এর আমন্ত্রণে এসব বিতরণকার্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও “জাসাস” কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল পাশা বাবুল, “জাসাস” চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক আশরাফ উল্লাহ, সহ-সভাপতি আইয়ুব খান চৌধুরী, জিয়া স্মৃতি পাঠাগার চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জল,”জাসাস” সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার,সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, সঙ্গীত বিষয়ক সম্পাদক হেলাল খান, সদস্য সুমন বাপ্পি ,শাহাদাত হোসেন প্রমূখ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন জেলা উপজেলার ন্যায় ফটিকছড়ি উপজেলায়ও বন্যায় পানি বন্দী হয় হাজার হাজার মানুষ।

এবিষয়ে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও “জাসাস” কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, স্বৈরাচার আওয়ামী সরকার তথা হাসিনা ১৬ টি বছর মানুষের উপর জেল, জুলুম, অত্যাচার,খুন, গুম করেছে। যার ফলস্বরূপ গত ছাত্র জনতার আন্দোলনের মূখে পদত্যাগ করে পালিয়ে যায়। এখন দেশ দ্বিতীয় বারের মত স্বাধীন হয়েছে। বিএনপি দেশের জনগনকে সাথে দেশের উন্নয়নে অতীতেও কাজ করেছে, ভবিষ্যতেও কাজ করবে।
“জাসাস” চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল বলেন, বিএনপি গনতন্ত্রে বিশ্বাসী তাই বিএনপি এখনো বাংলার মাটিতে আছে। যারা মানুষের অধিকার ও গনতন্ত্র হরণ করেছে তারা পালিয়েছে। বিএনপি’র নেতাকর্মী দেশের যে কোন দূর্যোগে মানুষের সেবায় নিয়োজিত থাকে। তারই ধারাবাহিকতায় আমরা চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে  গিয়ে তাদের কষ্টের ভাগিদার হতে এসেছি। সংকটময় মুহুর্তে তাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছি।এভাবেই বিএনপি সব সময় গণমানুষের পাশে ছিল, আছে,থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।