amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৬ মে ২০২৩

বর্গাচাষী বেলালের ধান কেটে দিলেন জামালপুর শহর ছাত্রলীগ

জামালপুর প্রতিনিধি:
মে ৬, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জামালপুর পৌর শহরের অন্তর্গত ৬ নং ওর্য়াড এর ডাকপাড়া সংলগ্ন বিলপাড়া গ্রামের বর্গাচাষী কৃষক বেলালের ধান কেটে দিলেন জামালপুর শহর ছাত্রলীগের নেতাকর্মীরা।

জামালপুর শহর ছাত্রলীগের আয়োজনে ও শহর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট এবং সাধারণ সম্পাদক মুনতাসীর রহমান সাদাফ এর নেতৃত্বে ধান কাটা ও মাড়াই কাজে অংশ নেয় জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু,সাধারণ সম্পাদক নাফিউল করীম রাব্বী সহ শহর ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

শহর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে কৃষকের ধান কেটে মাথায় করে বাড়িতে পৌঁছে দিয়েছি।আসলে আমরা হয়তো সকলের ধান কেটে দিতে পারবো না কিন্তু আমাদের এ ধান কাটার কার্যকম প্রতীকি। আমরা এই বার্তা দিতে দিচ্ছি যে বৈশ্বিক এ সংকটময় মূহুর্তে সকলেই কৃষকের পাশে থাকুন। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির রহমান সাদাফ বলেন, দেশব্যাপী বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে অনেক অসহায় কৃষক শ্রমিক ও অর্থ সংকটে ধান কাটতে পারছেন না। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। এতে নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিতে উৎসাহিত হবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।