মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জামালপুর পৌর শহরের অন্তর্গত ৬ নং ওর্য়াড এর ডাকপাড়া সংলগ্ন বিলপাড়া গ্রামের বর্গাচাষী কৃষক বেলালের ধান কেটে দিলেন জামালপুর শহর ছাত্রলীগের নেতাকর্মীরা।
জামালপুর শহর ছাত্রলীগের আয়োজনে ও শহর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট এবং সাধারণ সম্পাদক মুনতাসীর রহমান সাদাফ এর নেতৃত্বে ধান কাটা ও মাড়াই কাজে অংশ নেয় জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু,সাধারণ সম্পাদক নাফিউল করীম রাব্বী সহ শহর ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
শহর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে কৃষকের ধান কেটে মাথায় করে বাড়িতে পৌঁছে দিয়েছি।আসলে আমরা হয়তো সকলের ধান কেটে দিতে পারবো না কিন্তু আমাদের এ ধান কাটার কার্যকম প্রতীকি। আমরা এই বার্তা দিতে দিচ্ছি যে বৈশ্বিক এ সংকটময় মূহুর্তে সকলেই কৃষকের পাশে থাকুন। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির রহমান সাদাফ বলেন, দেশব্যাপী বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে অনেক অসহায় কৃষক শ্রমিক ও অর্থ সংকটে ধান কাটতে পারছেন না। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। এতে নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিতে উৎসাহিত হবেন।