amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বশেফমুবিপ্রবিতে সিসি ক্যামেরা স্থাপন

ক্যাম্পাস::
নভেম্বর ১, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) ক্যাম্পাস ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান সিসি ক্যামেরার কার্যক্রমের উদ্বোধন করেন।

মাননীয় উপাচার্য বলেন, ক্যাম্পাসের সুরক্ষা ও সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো পুরো ক্যাম্পাসে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে ক্যাম্পাসের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা ও স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে আরও একদাফ এগিয়ে গেলো এ বিশ্ববিদ্যালয়।

‘আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সুন্দর ক্যাম্পাস গড়তে চাই। সে ক্যাম্পাস গড়ার ক্ষেত্রে আমরা কাজ করছি। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করি।’

এ সময় রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত প্রক্টর এসএম ইউসুফ আলী, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. আব্দুস ছাত্তার, সিসি ক্যামেরা স্থাপন বিষয়ক কমিটির আহ্বায়ক ও আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হুমায়ন কবির, হল প্রভোস্টসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।