জামালপুর অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে। দুপুর ২ টা থেকে কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত খেলা শুরু হয়। প্রথম খেলাতে সমাজকর্ম বিভাগ বনাম কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের খেলাতে সমাজকর্ম পরাজিত হলেও পরবর্তী খেলাতে ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাথে দাপুটে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।
অন্যদিকে দিনের অন্য ২ টি খেলাতে গণিত বিভাগ একক অধিপত্য দেখিয়ে ব্যবস্থাপনা ও ফিসারিজ বিভাগের সাথে দাপুটে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। এবং ব্যবস্থাপনা বিভাগকে হারিয়ে ফিসারিজ বিভাগও সেমিফাইনাল নিশ্চিত করে।
আগামীকাল দুপুর ২ টা থেকে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে,প্রথম সেমিফাইনাল সমাজকর্ম বিভাগ বনাম গণিত বিভাগ এবং ২য় সেমিফাইনালে ফিসারিজ বনাম সিএসই অনুষ্ঠিত হবে।একই দিনে দুই সেমিফাইনাল বিজয়ী দল নিয়ে ফাইনাল খেলা এবং পুরুষ্কার বিতরণ করা হবে।