amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বশেফমুবিপ্রবি ছয় বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

বশেফমুবিপ্রবি প্রতিনিধি:
আগস্ট ৩১, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে সাতটি বিভাগের প্রথমবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

(৩০ আগস্ট) বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে বিভাগসমূহের শ্রেণিকক্ষে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), গণিত, ফিশারিজ, ভূ-তত্ত্ব , ব্যবস্থাপনা ও সমাজকর্ম বিভাগের উদ্যোগে আয়োজিত পৃথক এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান উপস্থিত ছিলেন।

সবুজ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে তাদের উদ্দেশ্যে তিনি দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান বলেন, আজকের বিশ্ব প্রতিযোগিতামূলক ও দ্রুত পরিবর্তনশীল।

‘এই বিশ্বে তথ্য, জ্ঞান ও প্রযুক্তিনির্ভর। তাই প্রতিযোগিতামূলক এ বিশ্বে স্থিতিশীলতার জন্য বিভিন্ন সেক্টরে দ্রুত পরিবর্তন সম্পর্কে সচেতন হতে হবে। জীবনব্যাপী শিক্ষা ও গবেষণার জ্ঞান ও দক্ষতা হালনাগাদ করা উচিত।’

এখনকার প্রযুক্তি জ্ঞাননির্ভর সমাজে চলতে গেলে কর্মক্ষেত্রে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সঠিক কর্মপরিকল্পনা ও কৌশল অবলম্বন করা উচিত বলেও মনে করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সম্মানিত কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মাননান ও সম্মানিত রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন।

ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক এসএম ইউসুফ আলী, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. আব্দুস ছাত্তার, গণিত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রিপন রায়, সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. হুমায়ন কবির, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার, ভূ-তত্ত্ব বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন স্ব স্ব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এ সময় স্ব-স্ব বিভাগের শিক্ষকবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীন ও যুগ্ম আহ্বায়ক তাইফুল ইসলাম পলাশ। অনুষ্ঠানসমূহে নবাগত শিক্ষার্থীদের উপহার ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এ সময় নবীন শিক্ষার্থীরা বলেন, যে স্বপ্ন নিয়ে কঠোর পরিশ্রম করে লেখা-পড়া করেছি। আজ সে স্বপ্নের ছোয়া পেলাম। এ এক অন্য রকম আনন্দ, অন্য রকম অনুভূতি। আজ আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন। নতুন পরিবেশ, নতুন বন্ধু-বান্ধব , নতুন মানুষ সব মিলিয়ে ভালোই লাগছে। শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ, সিনিয়র ভাই-আপুরা আমাদের বরণে নানা আয়োজন করেছেন। সবই আমাদের কাছে খুবই ভালো লেগেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সব বলতে চাই এই দিনটি আমাদের জীবনে অন্যরকম এক সুন্দর স্মৃতির অংশ হয়ে থাকবে।

উল্লেখ্য, ২০২২-২৩ শিক্ষাবর্ষে GST গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগে নবীন শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।