বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের কার্যনির্বাহী পর্ষদ ২০২৩-২০২৪ এর সদস্যগণ ক্লাবের সম্মানিত মেন্টর কমডোর জিয়াউদ্দিন আলমগীর, এনজিপি, এফডিসি, পিএসসি (অবসরপ্রাপ্ত), বিএন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ক্লাব কো-অর্ডিনেটর ডাঃ এম আবুল হোসেন জনি এবং ডাঃ এস এম রশিদুল হাসানসহ ক্লাবের সাবেক সভাপতি উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় শেষে মাননীয় মেন্টর মহোদয় ক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং বিশ্ব বিজ্ঞান দিবস উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা প্রদান করেন। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব গত ১লা সেপ্টেম্বর কায়েস মোহাম্মদ (শিক্ষাবর্ষ ২০১৮-১৯) কে সভাপতি এবং হাফিজুর রহমান হিমেল (শিক্ষাবর্ষ ২০১৮-১৯) কে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পর্ষদ ২০২৩-২০২৪ অনুমোদন প্রকাশ করে।