amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশী রীতিনীতিতে বাহরাইনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন

বাহরাইন প্রতিনিধি
মার্চ ৬, ২০২৩ ৩:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

বাহরাইনে জমকালো আয়োজনে বাংলাদেশি সংস্কৃতিতে,ধর্মীয় ও পারিবারিক আনুষ্ঠানিকতায় বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।

প্রবাসের মাটিতে দেশিয় সংস্কৃতিতে অনুষ্ঠান হওয়ায় আনন্দ ও উচ্ছ্বসিত আমন্ত্রিত অতিথিরা।জীবিকার তাগিদে আত্মীয়-স্বজন ছেড়ে একপ্রকার নির্বাসিত জীবন যাপন করে প্রবাসীরা।প্রচলিত সমাজ, সংসারের বাইরে নতুন একটি সমাজ গড়ে উঠে প্রবাসীদের।দেশে থাকলে একটি আঞ্চলিক গন্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকতো যাদের জীবন প্রবাসে এসে বৃহৎ কলেবরে সেটা নতুন এক আনন্দ সৃষ্টি করে।প্রবাসীদের সন্তানরা বিয়ের উপযুক্ত হলে দেশে গিয়ে বিয়ে দেয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। বাস্তবতার কারনে বিদেশের মাটিতেই আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে হয়।তারিই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দেশটির বুরি এলাকার আল জনদরিয়া হলে এক নব দম্পতির বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বাহরাইনে বসবাসরত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মোহাম্মদ ওয়াহিদ আলীর ছেলে আব্দুল কাইয়ুম ও সিলেটের কোম্পানিগঞ্জের মোহাম্মদ সুলতান মিয়ার মেয়ে ফাতিমা বেগমের মধ্যে ধর্মীয় ও পারিবারিক ভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইন বসবাসরত বাংলাদেশী কমিউনিটির রাজনৈতিক,সামাজিক ও বিভিন্ন পেশাজীবি ব্যাক্তিবর্গ।

এ সময় নব দম্পতির দাম্পত্য জীবন সুখ বরকতময়ের কামনা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।