amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে আকুপাংচার চিকিৎসা ও নিরাময় বইয়ের মোড়ক উন্মোচন

কে এম সাইফুর রহমান
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে আকুপাংচার চিকিৎসা ও নিরাময়__বইয়ের মোড়ক উন্মোচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট) অধ্যাপক ডা. মো. তাসলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭.১০ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে (বঙ্গবন্ধু চত্ত্বর) আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলা -২০২৩ এর ২৪৮ ও ২৪৯ নং স্টলে আনুষ্ঠানিক ভাবে এ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

বইটির গ্রন্থস্বত্ব লেখক গোপালগঞ্জের কৃতি সন্তান, আকুপাংচার বিশেষজ্ঞ, এমবিবিএস (চীন), পিএইচডি ফেলো (পেইন ম্যানেজমেন্ট) খ্যাতিমান চিকিৎসক (পুলিশ সুপার) ডা. এস. এম. শহিদুল ইসলাম।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমেনা বেগম, নাদিরা পারভীন, সহকারী লেখক শায়িতা ইসলাম, সম্পাদক সাবিনা ইয়াসমীন, এস. এম. সাফায়াত ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

চন্দছাপ প্রকাশনা কর্তৃক প্রকাশিত এই বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫০ টাকা। বইটি বাংলাদেশ সহ ভারতের কলকাতার ১৩ বঙ্কিম চ্যাটার্জী স্ট্রিট, কলকাতা – ৭০০০৭৩, বই বাংলা, স্টল-১৭, ব্লক-২, সূর্যসেন স্ট্রিট, কলকাতা – ৭০০০১২ এবং যুক্তরাষ্ট্রের রিড ব্যাঙ্গলি বুকস, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে পাওয়া যাবে বলে জানাগেছে।

বইটি প্রকাশে সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সজিব শেখ, জিয়াউদ্দিন মানিক, সুলতান সালাহ উদ্দিন, তরফদার রাজীবুর রহমান। পান্ডুলিপি সহযোগিতায় ছিলেন আলিমুজ্জামান আবির। অনলাইন পরিবেশক ছিলেন রকমারি ডট কম, দারাজ ডট কম বাংলাদেশ। এর আগে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশে আকুপাংচার চিকিৎসা ও নিরাময়__বইটির লেখক ডা. এস এম শহিদুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।