amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৩০ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় টি আর সিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি::
অক্টোবর ৩০, ২০২৩ ১২:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় ১৬৬তম টিআরসি/২০২২ব্যাচের সমাপনী কুচকাওয়াজ রবিবার সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।

সমাপনী কুচকাওয়াজে ৩৫০জন টি আর সি অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার এ্যডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল মীর রেজাউল আলম বিপিএম (বার)। প্রধান অতিথি তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন রাষ্ট্র ও জনগণের নিরাপত্তার দায়িত্ব তোমাদের উপর অর্পিত হয়েছে তোমরাই হবে জনগনের আস্থার প্রতীক। সবশেষে ৬ মাস মেয়াদি ৩৫০জন প্রশিক্ষনার্থীর মধ্যে বিভিন্ন শ্রেষ্ঠত্ব অর্জন কারীদের পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতির সভানেত্রী নাফিস সিদ্দিকী সহ পুলিশের উদ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।