amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন  চবির অধ্যাপক জি এইচ হাবীব

আবু বক্কর সিদ্দিক
জানুয়ারি ২৪, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমির নির্বাহী পরিষদের অনুমোদনে এই পুরস্কার ঘোষণার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পুরস্কারের তালিকায় বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য ১০ জন লেখককে নির্বাচিত করা হয়েছে, যাদের মধ্যে কবিতা, কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ, শিশুসাহিত্য, অনুবাদ, গবেষণা, বিজ্ঞান, মুক্তিযুদ্ধ, এবং ফোকলোরের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে।

এবারে  অনুবাদ সাহিত্যে, বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন চবির ইংরেজি বিভাগের অধ্যাপক এবং  অনুবাদক জি এইচ হাবীব।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর আওতায় যে ১০ জন বিশিষ্ট ব্যক্তি পুরস্কৃত হচ্ছেন, তারা হলেন:

কবিতায়: মাসুদ খান
কথাসাহিত্যে: সেলিম মোরশেদ
নাটক ও নাট্যসাহিত্যে: শুভাশিস সিনহা
প্রবন্ধ/গদ্যে: সলিমুল্লাহ খান
শিশুসাহিত্যে: ফারুক নওয়াজ
অনুবাদে: জি এইচ হাবীব
গবেষণায়: মুহম্মদ শাহজাহান মিয়া
বিজ্ঞানে: রেজাউর রহমান
মুক্তিযুদ্ধে: মোহাম্মদ হাননান
ফোকলোরে: সৈয়দ জামিল আহমেদ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৪ প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪ ’-এর সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ অনুমোদন করে। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেবেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এ নির্বাচিত ১০ জন লেখক ও গবেষক তাঁদের নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই সম্মাননা পেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।