amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৪ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন রোটার‍্যাক্টর সাইফুল

সাগর দেব নাথ
এপ্রিল ১৪, ২০২৫ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলা ক্যালেন্ডারের নতুন বছর ১৪৩২ উপলক্ষে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা মেঘনার সচিব রোটার‍্যাক্টর সাইফুল ইসলাম।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু একটি নতুন বছর নয়, বরং নবজাগরণের প্রতীক। আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ।”

তিনি বলেন, “পুরোনো বছরের সব গ্লানি ভুলে গিয়ে আমরা যেন নতুন বছরে আশার আলো নিয়ে এগিয়ে যেতে পারি, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।”

সাইফুল ইসলাম বলেন, ‘নববর্ষের প্রথম দিনে আমি সকলের কল্যাণ ও শান্তি কামনা করছি। বৈশাখের বহ্নিতাপে সমাজ থেকে মুছে যাক অসত্য, অন্যায়, অনাচার ও অশান্তি। চারিদিকে প্রবাহিত হোক শান্তির সুবাতাস, সুশীলা নদী, সমস্ত জগৎ হোক অমৃতময়। ১৪৩২ বাংলা সনের নতুন প্রভাতের আলোতে আমি দেশবাসীকে আবারও জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ নববর্ষ।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।