সোমবার (১ এপ্রিল) এক ফেসবুক পোস্টে তিনি জানান, ‘আমার বাড়িওয়ালার পক্ষ থেকে ঈদ উপহার। আমি আমার ঢাকা শহরের এই ছোট্ট জীবনে কেউ কখনো এমন উপহার পেয়েছেন কিনা জানি না এবং শুনিনি কখনো, আমি অন্তত পাইনি। সম্পদের পাশাপাশি সুন্দর একটা আত্মা থাকাটাও জরুরি একজন প্রকৃত মানুষ হবার জন্য। আল্লাহ উনাকে নেক হায়াত এবং দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।’
সুফলের ফেসবুক পোস্টটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। কমেন্টে অনেকেই বাড়িওয়ালার ভূয়সী প্রশংসা করার পাশাপাশি ঢাকায় এরকম আরও বাড়িওয়ালা চান তারা।
আলীমুর রহমান সুফল জানান, ‘ঈদ উপলক্ষে ভাড়া মওকুফের চিঠিটি পেয়ে সত্যি আবেগ আর ধরে রাখতে পারিনি। এ কারণেই ফেসবুকে চিঠিটিসহ আজ দুপুরের দিকে পোস্ট করেছিলাম। এটি খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যাবে ভাবতে পারিনি।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।