বারিয়া শফিকুল মুনীর যুব কমিটি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে সংবর্ধনা ও ত্বরিকত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ মে) আল আইনের সুপার রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ফটিকছড়ির শফিকিয়া দরবারের মেঝ শাহজাদা ও সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী (মা:জি:আ:)।
সংগঠনের আল আইন শাখার সভাপতি মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন জসিম উদ্দিন চৌধুরী। শুরুতে কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং নাতে রাসুল পরিবেশন করেন রোকন উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মঈন উদ্দিন মামুন, মোহাম্মদ তহিদুল আলম, মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ মাজহার, মোহাম্মদ আকতার হোসেন চৌধুরী, নাছির উদ্দীন মুহুরী প্রমুখ। এসময় বক্তব্য রাখেন- মাওলানা শফিউল আলম, কামাল উদ্দিন, মোহাম্মদ হাবীব, মোহাম্মদ মামুন, এরশাদ, মহিউদ্দিন মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ ইসমাইলসহ অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- আমিরাতে স্থানীয় আইন কানুন মেনে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণে কাজ করে যেতে হবে। তিনি বৈধ পথে রেমিট্যান্স প্রেরন করে দেশকে এগিয়ে নিতে বলেন।
পরবর্তীতে মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।