amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাহরাইনের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাহরাইন প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯ টায় দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করেন।অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বানী পাঠ করেন দূতালয় প্রধান এ,কে,এম, মহিউদ্দিন কায়েছ, শ্রম সচিব মো.মাহফুজুর রহমান, প্রথম সচিব ইলিয়াছুর রহমান এবং তৃতীয় সচিব মো. তাছির উদ্দিন।অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয় ।অনুষ্ঠানে স্লাইড শোর মাধ্যমে মাতৃভাষা বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এসময় রাষ্ট্রদূত বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এ মাতৃভাষা বাংলা। বাংলাভাষা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে।অন্য সব দেশের মানুষের প্রতি ও তাদের ভাষার প্রতি আমাদের সম্মান করতে হবে তবেই আমাদের বাংলা ভাষার মান ও সম্মান আরও বৃদ্ধি পাবে।

এছাড়া আরও উপস্থিত ছিলেন দূতাবাসের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও বাহরাইন অবস্থানরত বিভিন্ন সামাজিক,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠান শেষে সকল শহীদদের আত্মার শান্তি ও দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।