মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে সাহাব উদ্দিন (৪৩) নামের এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। নিহত সাহাব উদ্দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের জমিদারহাট এলাকার দীনেশগঞ্জ গ্রামের মজিবুল হকের সন্তান ।
পরিবার ও নিজের ভাগ্য পরিবর্তনের আশায় ২০০৬ সালে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন সাহাব উদ্দিন।
তথ্য জানা যায়, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে নিজ বাসায় সাহাব উদ্দিন স্ট্রোক করেন। পরে তাকে সালমানিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত সাহাব উদ্দিনের মৃতদেহ সালমানিয়া হাসপাতালের হিম ঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।