amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৮ এপ্রিল ২০২৩

বাহরাইনে মরহুম শেখ বদরুল ইসলাম সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাহরাইন প্রতিনিধি, তামিম মিসবাহ্ঃ::
এপ্রিল ২৮, ২০২৩ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাহরাইনে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের উদ্যোগে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাহরাইন শাখার সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভির বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর বড় ভাই মরহুম শেখ বদরুল ইসলাম সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বুধবার দেশটির রাজধানী মানামা লিন্নাস মেডিকেল সেন্টারের হল রুমে স্থানীয় সময় রাত ৯ টায় আশফাক আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যমুনা টিভির বাহরাইন প্রতিনিধি মো. স্বপন মজুমদার। অনুষ্ঠান যৌথ ভাবে পরিচালনা করেন এন টিভির বাহরাইন প্রতিনিধি সৈয়দ মামুন হোসেন ও ডিভিসি নিউজ বাহরাইন প্রতিনিধি নোমান সিদ্দিকী।

এসময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব তাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কমিউনিটির প্রধান উপদেষ্টা ফয়সাল মাহমুদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদ, বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক এম এ হাসেম, বাংলাদেশ বিজনেস ফোরামের উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজী, খ ম আশরাফ, শামসুল হক, মোহাম্মদ কায়েছ আহমেদ, আইনুল হক, সাবের আহমেদ, আকবর হোসেন, ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন, মাজহারুল হক নয়ন, মো. জসিম উদ্দিন, মকবুল আহমেদ, জয়নাল আবেদীন, সুরমান মিয়া, ইঞ্জিনিয়ার শাহেদুল ইসলাম,তাজউদ্দিন সেকান্দার, মাজহারুল ইসলাম বাবু, আল আমিন, আক্তারুজ্জামান সরকার, কামাল উদ্দিন, মিজানুর রহমান, আবুল বাশার, বাবু দুলাল দাস, সেলিম দড়ি, বিষ্ণুপদ দেব, মো. সুমন।

আরও উপস্থিত ছিলেন আর টিভির বাহরাইন প্রতিনিধি নাইমুর রহমান শান্ত, দৈনিক আলোকিত সকালের বাহরাইন প্রতিনিধি মাহির তালুকদার, দৈনিক উচ্চকন্ঠ বাহরাইন প্রতিনিধি মনির হোসেন, প্রতিদিনের চট্টগ্রাম বাহরাইন প্রতিনিধি তামিম মিসবাহ সহ বাহরাইন অবস্থানরত রাজনৈতিক,সামাজিক, ব্যাবসায়ী,সাংবাদিকবৃন্দ।
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।