amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৩ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিএমএসএফ ঝালকাঠি শাখার সাবেক সহ-সভাপতি লিটন তালুকদারের মৃত্যুতে শোক

ইমাম বিমান:::
জুন ১৩, ২০২৩ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” বিএমএসএফ’র ঝালকাঠি জেলা শাখার সাবেক সহ-সভাপতি, কবি ও প্রাবন্ধিক আলহাজ্ব আমিনুল ইসলাম লিটন তালুকদার ইন্তেকাল করেছেন(ইন্না…. রাজেউন)।

তিনি ১২ জুন রাত সাড়ে ৯টায় ঝালকাঠি কোর্ট রোডস্থ নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে,মা-বাবাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অত্যন্ত সদালাপী লিটন তালুকদার ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের জ্যেষ্ঠ পুত্র।

তার মৃত্যুতে ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” এর পক্ষ থেকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, আমিনুল ইসলাম লিটন তালুকদার একজন সাংবাদিক বান্ধব ব্যক্তিত্ব ছিলেন, তিনি তার প্রচেষ্টায় ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” ঝালকাঠি জেলা শাখা অফিস কোর্ট রোডস্থ সোনালী ব্যাংকের দ্বিতীয় তলায় বিনা ভাড়ায় ৫বছর ধরে পরিচালনা করে আসছিলেন। এজন্য ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” তার কাছে কৃতজ্ঞ এবং একই সাথে আমি মহান রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়াকরি যেন আল্লাহ তাকে পরকালে জান্নাতবাসি হিসেবে কবুল করেন,আমিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।