” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” বিএমএসএফ’র ঝালকাঠি জেলা শাখার সাবেক সহ-সভাপতি, কবি ও প্রাবন্ধিক আলহাজ্ব আমিনুল ইসলাম লিটন তালুকদার ইন্তেকাল করেছেন(ইন্না…. রাজেউন)।
তিনি ১২ জুন রাত সাড়ে ৯টায় ঝালকাঠি কোর্ট রোডস্থ নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে,মা-বাবাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। অত্যন্ত সদালাপী লিটন তালুকদার ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের জ্যেষ্ঠ পুত্র।
তার মৃত্যুতে ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” এর পক্ষ থেকে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, আমিনুল ইসলাম লিটন তালুকদার একজন সাংবাদিক বান্ধব ব্যক্তিত্ব ছিলেন, তিনি তার প্রচেষ্টায় ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” ঝালকাঠি জেলা শাখা অফিস কোর্ট রোডস্থ সোনালী ব্যাংকের দ্বিতীয় তলায় বিনা ভাড়ায় ৫বছর ধরে পরিচালনা করে আসছিলেন। এজন্য ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” তার কাছে কৃতজ্ঞ এবং একই সাথে আমি মহান রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়াকরি যেন আল্লাহ তাকে পরকালে জান্নাতবাসি হিসেবে কবুল করেন,আমিন।