amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৮ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎতের সঙ্গে মোবাইল নেটওয়ার্কের মিতালী, ভূতূড়ে পরিবেশ শোভনছড়িতে

এম এন আলম , চট্টগ্রাম::
জুন ৮, ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পুরো বাংলাদেশে চলছে সাময়িক বিদ্যূৎ সমস্যা, সরকার চেষ্টা করছে এই সমস্যা দ্রুত সমাধানের জন্য। অত্যান্ত দুঃখের বিষয় হল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামে বিদ্যূৎ চলে যাওয়ার সাথে সাথে মোবাইল নেটওয়ার্ক তথা সামাজিক যোগাযোগ সহ বিছিন্ন হয়ে রীতিমতো ভূতূরে পরিবেশের সৃষ্টি হয়।

প্রসঙ্গত ছায়ানীবির এই গ্রামে রয়েছে প্রায় দশ হাজার মানুষের বসবাস। বর্তমানে বাংলাদেশে সামাজিক যোগাযোগ ও মোবাইল যোগাযোগের ব্যাপক প্রসার ঘটলেও অত্র গ্রামে শুধুমাত্র একটিমাত্র মোবাইল অপারেটর রবি।

যার একটি মাত্র টাওয়ার রয়েছে যেটি স্বাভাবিকভাবে পর্যাপ্ত নয় তথাপি বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা না থাকায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পুরো দশ হাজার লোকদের সাথে স্থানীয়ভাবে যোগাযোগ ও অত্র এলাকার প্রায় ৩০০ প্রবাসীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এতে করে সবাই উৎকণ্ঠা ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে জীবন যাপন করছে। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ( রবি অপারেটর ) সুদৃষ্টি কামনা করছি, উপরোল্লেখিত বিষয়টি সার্বিক বিবেচনা করে অনতিবিলম্বে এ ব্যাপারে কার্যকরী ভূমিকা গ্রহণ করলে এলাকাবাসী অনেক উপকৃত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।