বাগীশিক পাইন্দং ইউনিয়ন সংসদ এর শুভ অভিষেক অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলদীপ প্রজ্জ্বলন, জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন, ধর্ম মহা-সম্মেলন, ভোগ নিবেদন, শপথবাক্য পাঠ ও অভিষেক, প্রসাদ বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ভক্তি সংগীতাঞ্জলি ও নৃত্য অনুষ্ঠান অনু্ষ্টিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর (শুক্রবার) দিনব্যাপী পাইন্দং কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে এসব অনুষ্ঠানে সম্পন্ন হয়।
বাগীশিক পাইন্দং ইউনিয়ন সংসদের সভাপতি মাষ্টার শ্রীযুত দেবাশীষ দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রীযুত উজ্জ্বল দে ও বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদ এর সাংগঠনিক সম্পাদক শ্রীযুত আদিত্য দাশ সৈকত এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক শ্রীযুত পলাশ কান্তি নাথ (রনী)। উদ্বোধক ছিলেন- বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাবেক সভাপতি শ্রীযুত অমৃত লাল দে।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের নির্বাহী সদস্য শ্রীযুত বাসু চৌধুরী। আর্শিবাদক ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদ এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শ্রীযুত বাবুল দে ও ডা. বিশ্বনাথ দে। শপথ বাক্য পাঠ করান বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদ এর সভাপতি শ্রীযুত সুমন কুমার বণিক। প্রধান বক্তা ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদ এর সাধারণ সম্পাদক শ্রীযুত রুপক দে ও সহ-সভাপতি মাষ্টার লিটন মহাজন। মহান অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী অমর দে।
অর্থ সম্পাদক শ্রী অপু কুমার দে, দপ্তর সম্পাদক শ্রী ছোটন নাথ, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী বাসব দেব, মহিলা সম্পাদিকা অর্চনা আচার্য, নির্বাহী সদস্য শ্রী ডালিম দাশ, মানিকছড়ি উপজেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রী সুজন কান্তি নাথ (সুজয়), আলোকিত অতিথি ছিলেন শ্রী রনজিত বরন দাস, শ্রী রনজিত চক্রবর্তী, শ্রী প্রবীর আচার্য, শ্রী বিকাশ দেব, শ্রী অমিত ভৌমিক সৈকত, শ্রী রাজীব দে, শ্রী সাধন নাথ, শ্রী রাজিব নাথ, শ্রী শান্তু নাথ, শ্রী আকাশ গোয়ালা, শ্রী সেতু নাথ, শ্রী মিঠুন ঘোষ, শ্রী তপন দে প্রমুখ।
এছাড়াও পাইন্দং ইউনিয়ন সংসদের উপদেষ্টা,পৃষ্ঠপোষক, অভিষিক্ত সকল সদস্য,অভিভাবক,গীতা প্রশিক্ষক, গীতা শিক্ষার্থী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।