amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৮ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বিশিষ্ট কথাসাহিত্যিক ও লেখিকা ও লক্ষ্মীপুরের কৃতি সন্তান অধ্যক্ষ হোসনে আরা শাহেদ আর নেই।

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুলাই ৮, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

রনি মজুমদার: লক্ষ্মীপুর প্রতিনিধি
গতকাল ৭ই জুলাই ২০২২,এই বিদূষী, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হোসনে আরা শাহেদ ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

লক্ষ্মীপুর জেলার ভবানীগঞ্জের এই ক্ষণজন্মা কৃতি সন্তানের প্রতি শ্রদ্ধাঞ্জলী। তিনি ভবানীগঞ্জের আব্দুর রশিদ মিয়া এর কন্যা। খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতেন। চলনে বলনে সৌন্দর্যের পাশাপাশি ব্যক্তিত্ব ও শিক্ষার ছাপ ফুটে উঠেছিল।

শিক্ষকতার পাশাপাশি তিনি একজন লেখক ছিলেন। তাঁর লেখার প্রধান বিষয়বস্তু হলো মানুষ, মাতৃভূমি, মাতৃভাষা এবং দারিদ্র পীড়িত মানুষের জীবনযুদ্ধ। ২০১২ সালের বইমেলায় প্রকাশিত তার বাংলাদেশে বাংলাভাষা গ্রন্থে তিনি মাতৃভাষা হিসেবে বাংলা এবং শুদ্ধ বাংলা চর্চার গুরুত্ব তুলে ধরেছেন। ২০১৬ সালে ফেব্রুয়ারিতে প্রকাশিত শত পাতা গ্রন্থে ছোট ছোট অনুভূতির সচেতন উপলব্ধিতে কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরেছেন। তার গল্প সরোজিনীর ছবি দিল্লী বিশ্ববিদ্যালয়-এর আধুনিক ভারতীয় ভাষা ও সাহিত্য শিক্ষা বিভাগে পড়ানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।