সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) -এ আজ ৮ই অক্টোবর, ২০২৪ ইং রোজ মঙ্গলবার সকাল ১১ টায় ইসলাম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভুতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা।
ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় সারা বাংলাদেশে প্রতিবাদ মিছিল হচ্ছে এবং এক্ষেত্রে নিশ্চুপ নয় নিটারিয়ানরা। আজ সকাল ১১ টায় নিটার ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং শেডের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শুরু হয় এবং নিটার মূল ফটকে এসে তারা অবস্থান নেয়। পরবর্তীতে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে ফেরত আসে।
সকল শিক্ষার্থী উক্ত মিছিলে ক্ষোভ প্রকাশ করে এবং ধর্মীয় অনুভুতিতে আঘাত এবং বিশ্বনবীকে এই অপমানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।