আমেরিকার বোস্টনে শোহদা-ই-কারবালা মাহফিলে হযরত হাসান মাইজভান্ডারী
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বোস্টন ইউএসএ শাখার উদ্যোগে গত ২ জুন শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ২য় শোহাদ-ই-কারবালা মাহফিল ২০২৩। ওয়েস্ট মেডর্ফোড কমিউনিটি সেন্টারে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন দরবারে গাউসুল আযম মাইজভান্ডারীর গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদনসীন ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রস্ট্রের ম্যনেজিং ট্রাস্ট্রি রাহবারে আলম শাহসুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী। মাহফিলের শুরুতে কোরান তেলাওয়াত করেন আহমদ নবী। না’তে রাসুল (দ:) পরিবেশন করেন সিরাজুম মুনির ও গোলাম রাব্বানি। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক পর্ষদের আহবায়ক মোহাম্মদ নোমান চৌধুরী। আলোচনায় অংশ নেন কমিউনিটি ব্যক্তিত্ব হুমায়ুন মোর্শেদ, রিন্জ এভেনিউ মসজিদের খতীব আল্লামা মুফতি ইয়িওয়ার রিজভী ও আইসিসিএম খতীব হাফেজ আল্লামা এহসান ওয়ারিস। সভাপতির বক্তব্যে হযরত হাসান মাইজভান্ডারী কারবালার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরার পাশাপশি সংঘাতপূর্ণ বিশ্বে শান্তিময় সহাবস্থানের জন্য মাইজভান্ডারী দর্শণের গুরুত্বপূর্ণ দিক তৌহীদে আদ্বীয়ানের প্রয়োজনীয়তার গুরুত্ব তুলে ধরেন। সবশেষে সিরাজুম মুনিরের পরিচালনায় মিলাদ কিয়াম ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।