amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৬ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সিগঞ্জ সনাকের র‌্যালী ও মানববন্ধন

শাহনাজ বেগম:
জুন ৬, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সিগঞ্জের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য ‘‘প্লাস্টিক দূষণের সমাধানে শামিল হই সকলে” এবং ‘‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’’ স্লোগানে সোমবার, (৫ জুন) তারিখ সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে র‌্যালী শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রঙ্গণে শেষ হয় এবং সেখানে র‌্যালী পরবর্তী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সনাক সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মৌন মানববন্ধনে ব্যানার, পোস্টার ও প্লাকার্ডে’র মাধ্যমে পরিবেশ ও প্লাস্টিক দুষণরোধে আইন ও নীতির কার্যকর প্রয়োগ ও সুরক্ষিত পরিবেশের দাবি জানানো হয়। এছাড়াও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিসচুক্তির বাস্তবায়নে উন্নত ও উন্নয়নশীল দেশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, জলবায়ু অর্থায়ন ও তহবিল ব্যবহারে সুশাসন, জনঅংশগ্রহন বৃদ্ধিসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।

মানববন্ধনে সনাক সদস্য মুহাম্মদ নুরুন্নবী মুন্না, অ্যাড. শাহ আলম, শাহানাজ বেগম হীরা, জুয়েল রানা, ফরিদা ইয়াসমিন, দৈনিক রজত রেখা’র বার্তা সম্পাদক গোলাম আশরাফ খান উজ্জ্বল, সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, মুন্সিগঞ্জ থিয়েটর সার্কেলের সাধারণ সম্পাদক আশ্রাফ আলী, দৈনিক আমার বিক্রমপুরের সাংবাদিক তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জের ইয়ুথ এনগেজমেন্ট এ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যবৃন্দসহ বিভিন্ন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র সদস্যবৃন্দ, মুন্সিগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ, সাংস্কৃতিক অঙ্গনের নেতা-কর্মীবৃন্দসহ প্রায় অর্ধশত মানুষ অংশগ্রহন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।