হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের গোলাপের দোকান এলাকায় কৃষ্ণখালীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের নেতৃত্বে বুধবার ৮ মার্চ সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কৃষ্ণখালীর কিনারে অবৈধভাবে গড়ে উঠা বেশকিছু স্থাপনা উচ্ছেদ করা হয় এবং নিজস্ব ব্যবস্থাপনায় ভেঙ্গে নেয়ার শর্তে বেশ কয়েকজনকে ক্ষেত্রবিশেষে ২৪ ঘন্টা থেকে ৭ দিন পর্যন্ত সময় দেয়া হয়েছে।
অভিযানে অংশগ্রহণ করেন সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নিজাম উদ্দিন ও বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ হোসেন, ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুল মান্নান, ৮ নং ওয়ার্ড মেম্বার মোঃ সেলিম ও অন্যান্য। অভিযানে সহযোগিতা করেন এএসআই সুমন হোসেনসহ মদুনাঘাট পুলিশ ফাঁড়ির একটি দল।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, এলাকার বেশ কয়েকজন কৃষক জেলা প্রশাসক স্যারের কাছে কৃষি সেচের জন্য গুরুত্বপূর্ণ কৃষ্ণখালী দখল উচ্ছেদের আবেদন করেন। পরবর্তীতে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। এর ফলে কৃষ্ণখালী খনন কার্যক্রম পরিচালনা করা যাবে এবং ভবিষ্যতে জলাবদ্ধতা সমস্যা হ্রাস পাবে ও অনাবাদি জমি আবাদের আসবে। এ অভিযান অব্যাহত থাকবে।