amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের স্থায়ী ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের স্থায়ী ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৫ সেপ্টেম্বর অক্সিজেন শীতলঝণা আবাসিক এলাকায় এ ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর দপ্তর এর গভনর জনাব আমিনুল হক বাবু।

অনুষ্ঠানে বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের চেয়ারম্যান ইউছুপ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মানবিক শওকত পিপিএম, বাংলাদেশ আনজুমানে মফিদুল ইসলামের সহকারী পরিচালক আবু নাসির, এস এম মানবিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আবদু ছবুর, মুসাইদাহ ফাউন্ডেশন এর পরিচালক লায়ন আবু হাসান, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এর সিনিয়র সদস্য চৌধুরী নিপাবে, গিয়াস উদ্দিন, সহকারী টিম লিডার সাইদুল ইসলাম তৈয়ব, নাগরিক টিভির সিনিয়র সাংবাদিক দিদার আলম, আজব নুর বেগম ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রহিম বাদশা, মানবতার কল্যানে আমরা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি চৌধুরী জামানমা, নবসেবায় হোক আমাদের অহংকার চট্টগ্রাম মহানগর এর পরিচালক মানবিক শাহীন, নব তরুণ ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ মুবিন, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন এর ইউটিবার কে এম শাকিল, মানবসেবায় হোক আমাদের অহংকার এর সিনিয়র সদস্য মোঃ সবুজ, মানবতার কল্যানে আমরা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন

এসময় বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা গোলাম রহমান রাব্বানীর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।