amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১২ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে ভালুকায় বিএনপির আনন্দ মিছিল

আবিদ হাসান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৪ ২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

স্বৈরাচারী হাসিনা সরকারের পতন, অবৈধ সংসদের বিলুপ্তি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৭ আগস্ট বুধবার বিকেলে ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, আহবায়ক কমিটির সদস্য উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে একটি মিছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন শেষে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ম দলিয় কার্যালয়ে এসে মিলিত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন, খালেদা নার্গিস, নাসির উদ্দিন সরকার, সিরাজুল ইসলাম ঢালী, বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আমান উল্লাহ তাজুন, উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, সাধারন সম্পাদক শাহ মোঃ সুজন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।