বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে ফটিকছড়ি বিএনপি। নিহতদের জান্নাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিএনপির একাংশের উদ্যোগে ৯ আগস্ট (শুক্রবার) জুমার নামাজের পর বিবিরহার দরগাহ মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শিল্পপতি সরওয়ার আলমগীর, মোবারক হোসেন কাঞ্চন, আবুল কালাম আজাদ, নাজিম উদ্দিন শাহীন, মুনছুর আলম চৌধুরী, মিয়া খান ফরিদ, বাহার চৌধুরী, আজম খান, মীয়া মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু, জসিম উদ্দিন নান্নু, মোঃ হাসান, মোজাহারুল ইকবাল লাভলু, বাসেক, মোঃ হেলাল, জহিরুল ইসলাম, হাসান হাবিব, বেলাল উদ্দিন চৌধুরী, মোঃ সুমন, সামসুল আলম, সাইফুদ্দিন মিন্টু প্রমুখ।
এছাড়াও ফটিকছড়ির বিভিন্ন জায়গায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্যের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।