amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংকার’স ওয়েলফেয়ার ফোরাম ফটিকছড়ির সভাপতি নুরুল আবছার, সেক্রেটারী নিজাম উদ্দীন

নিজস্ব প্রতিবেদক:
এপ্রিল ৮, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের জহিরুল হক মিলনায়তনে ফটিকছড়ি পেশাজীবি ফোরামের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে উক্ত কমিঠি ঘোষণা করা হয়। থানা পেশাজীবি ফোরামের সভাপতি ইসমাইল হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ শোয়েবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর আমীর জননেতা জনাব আব্দুল জব্বার,বিশেষ অতিথি ছিলেন পেশাজীবি ফোরামের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি জনাব বোরহান উদ্দিন, থানা জামায়াতে ইসলামীর আমীর জনাব নাজিম উদ্দীন ইমু, মাষ্টার নাজিম উদ্দীন সিকদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোজাম্মেল হক চৌধুরী, ব্যাংক কর্মকর্তা যথাক্রমে কামরুল হাসান মামুন,নেছার উদ্দীন ইকবাল,মামুন সরোয়ার, শাহাদাৎ হোসেন,এইচ এম নিজাম উদ্দীন, হুমায়ূন কবির খান প্রমুখ।প্রধান অতিথি আব্দুল জব্বার বলেন’ পেশাজীবিদের কে তাদের কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে বাস্তব জীবনে যেমন সফল ক্যারিয়ার গড়তে হবে ঠিক তেমনিভাবে তাদেরকে সমাজের জন্য অবধান রাখতে হবে।পেশাগত জীবনে নৈতিকতা মানদণ্ড বজায় রেখে আদর্শের মডেল হতে হবে।
অনুষ্ঠানের সভাপতি ব্যাংকার মুহাম্মদ নুরুল আবছার কে সভাপতি এবং এইচ এম নিজাম উদ্দীন কে সেক্রেটারীকে ২০ সদস্য বিশিষ্ট ব্যাংকার’স ওয়েলফেয়ার ফোরাম ফটিকছড়ি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।