গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের জহিরুল হক মিলনায়তনে ফটিকছড়ি পেশাজীবি ফোরামের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে উক্ত কমিঠি ঘোষণা করা হয়। থানা পেশাজীবি ফোরামের সভাপতি ইসমাইল হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাম্মদ শোয়েবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর আমীর জননেতা জনাব আব্দুল জব্বার,বিশেষ অতিথি ছিলেন পেশাজীবি ফোরামের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি জনাব বোরহান উদ্দিন, থানা জামায়াতে ইসলামীর আমীর জনাব নাজিম উদ্দীন ইমু, মাষ্টার নাজিম উদ্দীন সিকদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোজাম্মেল হক চৌধুরী, ব্যাংক কর্মকর্তা যথাক্রমে কামরুল হাসান মামুন,নেছার উদ্দীন ইকবাল,মামুন সরোয়ার, শাহাদাৎ হোসেন,এইচ এম নিজাম উদ্দীন, হুমায়ূন কবির খান প্রমুখ।প্রধান অতিথি আব্দুল জব্বার বলেন’ পেশাজীবিদের কে তাদের কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে বাস্তব জীবনে যেমন সফল ক্যারিয়ার গড়তে হবে ঠিক তেমনিভাবে তাদেরকে সমাজের জন্য অবধান রাখতে হবে।পেশাগত জীবনে নৈতিকতা মানদণ্ড বজায় রেখে আদর্শের মডেল হতে হবে।
অনুষ্ঠানের সভাপতি ব্যাংকার মুহাম্মদ নুরুল আবছার কে সভাপতি এবং এইচ এম নিজাম উদ্দীন কে সেক্রেটারীকে ২০ সদস্য বিশিষ্ট ব্যাংকার’স ওয়েলফেয়ার ফোরাম ফটিকছড়ি ঘোষণা করেন।