amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় মুদি দোকানে সশস্ত্র হামলা ও নগদ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

গত ৩০ জানুয়ারী ২০২৩ইং রাতে ব্রাহ্মণবাড়িয়ায় একটি পারিবারিক মালিকানাধীন মুদি দোকান হেরা ষ্টোরে একটি হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল)-এর সাথে জড়িত একদল সশস্ত্র লোকের দ্বারা পরিচালিত এই হামলায় দোকানটি ব্যাপকভাবে ভাংচুর এবং এর নগদ টাকা লুট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
রাত সাড়ে ৮টার দিকে হামলাকারীরা দোকানে ঢুকে বন্দুক দেখিয়ে দোকানের মালিক মো: আসাদুজ্জামান ও তার ভাই হাসানুজ্জামানকে হুমকি দেয়। ভুক্তভোগীরা জানান, হামলাকারীরা ক্যাশবাক্স থেকে টাকা লুট করে, তাদের শারীরিকভাবে লাঞ্ছিত ও আঘাত করে। ‘‘তাদের একজন আমাকে মাটিতে ধাক্কা দেয় এবং পালিয়ে যাওয়ার আগে আমাকে অস্ত্র দিয়ে আঘাত করে,’’ বলেন আসাদুজ্জামান।
হামলাকারীরা এর আগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে চাঁদা দাবি করেছিল বলে তিনি অভিযোগ করেন। হামলার পর ভুক্তভোগী ১লা ফেব্রুয়ারী ২০২৩ইং তারিখে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেন। তবে এই প্রতিবদেন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।