amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৬ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভারতে আবারও বিমানে আগুন

অনলাইন ডেস্ক
জুন ১৬, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

ভারতের লখনউ চৌধুরি চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট (এসভি ৩১১২) অবতরণের সময় হঠাৎ তার চাকায় আগুন ধরে যায়। ভয়াবহ এই ঘটনার সময় বিমানে প্রায় ২৫০ হজযাত্রী অবস্থান করছিলেন। রবিবার (১৬ জুন) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। খবর ইন্ডিয়া টুডের।

জানা গেছে, ফ্লাইটটি শনিবার (১৫ জুন) রাত ১০টা ৪৫ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে ছেড়ে আসে এবং রোববার সকাল ৬টা ৩০ মিনিটে লখনউ বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের পরপরই বিমানের বাঁ পাশের একটি চাকা থেকে ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ বের হতে দেখা যায়।

বিষয়টি বুঝতে পেরে পাইলট তৎক্ষণাৎ কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করে বিমান থামিয়ে দেন। পরে বিমানটিকে ট্যাক্সিওয়েতে সরিয়ে নেওয়া হয় এবং সেখানেই যাত্রী ও কেবিন ক্রুদের নিরাপদে নামিয়ে আনা হয়। বিমানবন্দরের জরুরি সেবা টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফোম ও পানি দিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে তদন্তে জানা যায়, হাইড্রলিক সিস্টেমে আকস্মিক লিক হওয়ায় চাকার অংশ অত্যন্ত গরম হয়ে যায়, যার ফলেই আগুন ধরে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই ত্রুটি যদি উড্ডয়নের সময় দেখা দিত, তাহলে ঘটতে পারত বড় ধরনের বিপর্যয়। সৌভাগ্যবশত, কোনো প্রাণহানি ঘটেনি।

প্রসঙ্গত, মাত্র ক’দিন আগেই ১২ জুন আহমেদাবাদে উড্ডয়নের পরপরই লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় পড়ে, যেখানে ২৪২ যাত্রীর মধ্যে ২৪১ জন এবং নিচে থাকা আরও ২৯ জনের মৃত্যু হয়। একের পর এক এমন দুর্ঘটনায় ভারতের বিমান নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।