amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে বেকারিকে জরিমানা

আবিদ হাসান, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
অক্টোবর ১০, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করার দায়ে একটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার(১০ অক্টোবর) বিকেলে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের বর্তা বাজার এলাকায় জান্নাতুল বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা লংঘনের অপরাধে ঐ বেকারির ২ কর্মচারী মাসুদ মিয়া ও সুমন মন্ডল উভয়কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অপরাধের মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত বেকারিকে অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।