ময়মনসিংহের ভালুকায় নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করার দায়ে একটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(১০ অক্টোবর) বিকেলে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের বর্তা বাজার এলাকায় জান্নাতুল বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা লংঘনের অপরাধে ঐ বেকারির ২ কর্মচারী মাসুদ মিয়া ও সুমন মন্ডল উভয়কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অপরাধের মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত বেকারিকে অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।