amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় আস্-সীরাহ ফাউন্ডেশনের পুরস্কার বিতরন

আবিদ হাসান
সেপ্টেম্বর ১, ২০২৩ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

‘রাসূলুল্লাহ সা. এর সীরাত’কে জানবো, সন্ত্রাস-মাদকমুক্ত আলোকিত সমাজ গড়বো ‘ এ স্লোগানকে সামনে রেখে মানব সমাজের মাঝে রাসুল এর জীবনী ও জ্ঞানের আলো ছড়াচ্ছে আস্-সীরাহ ফাউন্ডেশন ভালুকা।

শুক্রবার দুপুরে ময়মনসিংহের ভালুকায় সিটি গার্ডেন-২ এ আস্-সীরাহ ফাউন্ডেশন ভালুকা কর্তৃক আয়োজিত গত বছরের ন‍্যায় এবারও যুব সমাজ সহ সকলের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পবিত্র ঈদুল আযহার পূর্বে অনলাইন ভিত্তিক কুরবানী বিষয়ক কুইজ প্রতিযোগিতা ” ত্যাগের জ্যোতি” ২০২৩ এর পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা মাওলানা আশরাফুল আলম হাবিবীর সভাপতিত্বে, এডমিন মোকরামিন আহমদ সোহাগ ও এডমিন মতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ভরাডোবা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম তরফদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার তারেক আজিজ।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা ক্লিন আপের কো-অর্ডিনেটর সাখাওয়াত হোসেন সুমন, আল-কুরআন ফাউন্ডেশনের আব্দুল্লাহ আনসারী আকরাম, মুফতি জাহিদুল ইসলাম, মাওলানা ওমর ফারুক, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আতাউর রহমান, হাফেজ নাজমুল হক তারাব, হুমায়ুন কবির, মোঃ কাউছার খান প্রমুখ। এ সময় বক্তারা আস্-সীরাহ ফাউন্ডেশন ভালুকা’র ভূয়সী প্রশংসা করে বলেন, বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সা. এর জীবনী সবার কাছে পৌঁছে দিতে হবে তাহলে যুব সমাজ মাদক ও সন্ত্রাসের করাল গ্রাস থেকে বেঁচে থাকতে পারবে।

পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে ৪০ জন বিজয়ী, ৩২ জন স্বেচ্ছাসেবকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।