আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী প্রচারনা ও উঠান বৈঠক শুরু করেছেন আওয়ামীলীগের অনেক মনোনয়ন প্রত্যাশীরা। তারই ধারাবাহিকতায় ১৪ জুন বুধবার সন্ধায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জীবনতলা এলাকায় সরকারের উন্নয়ন মূলক আলোচনা সভা ও উঠান বৈঠকের আয়োজন করেন ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব গোলাম মোস্তফা।
এ সময় আলোচনা সভায় হবিরবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আফসার উদ্দিন মৃধার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নবি হোসেন রবিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক জুলহাস উদ্দিন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আকরাম আলী খোকা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এজাদুল হক পারুল, হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, ভরাডোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার, মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যান আকরাম হোসাইন, ৬ নং ভালুকা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমান মল্লিক, ৩নং ভরাডোবা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুবুল আলম বাবুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তসলিম খান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পাঠান সৈকত, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক হানিফ মোঃ নিপুন, সহ সম্পাদক মোঃ আবু সাইদ, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাইম হাসান ডালিম প্রমূখ।
এছাড়াও ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।