ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতি নিয়ে যৌক্তিক দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বুধবার সকালে ‘টিম চেঞ্জ এক্স’র উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হাসপাতালের চিকিৎসার মান, নিম্নমানের খাদ্য রোগীদের পরিবেশন, বিশুদ্ধ খাবার পানির অভাব, টয়লেটের বেহাল অবস্থা,সরকারি অ্যাম্বুলেন্স সেবায় দুর্ভোগ সহ নানা অনিয়মের দ্রুত প্রতিকার দাবি করেন শিক্ষার্থীরা।
এছাড়াও মানববন্ধনে কর্তব্যরত ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকা, পর্যাপ্ত টেস্ট কীট, প্রয়োজনীয় ঔষধের সরবরাহ না থাকার বিষয়টি তুলে ধরে অবিলম্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল অনিয়ম ও দুর্নীতির অবসান চান শিক্ষার্থীরা।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন “আমাদের মুক্তকণ্ঠ”কে জানান পর্যাপ্ত পরিমান জনবলের অভাবে হাসপাতালের সেবা প্রদানে কিছুটা ব্যাহত হচ্ছে। অতি দ্রুত শিক্ষার্থীদের সকল দাবী সহ সকল সমস্যার সমাধান করা হবে।