amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১১ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় কেন্দ্রীয় কৃষকলীগ নেতা জর্জ এর গণসংযোগ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
জুন ১১, ২০২৩ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন দাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী প্রচারনা ও উঠান বৈঠক শুরু করেছেন আওয়ামীলীগের অনেক মনোনয়ন প্রত্যাশীরা। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ১০ জুন শনিবার সারাদিন উপজেলার মল্লিকবাড়ী বাজারে জনসংযোগ করেন কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা ও ডেপুটি এটর্নি জেনারেল বাংলাদেশ মোঃ আশরাফুল হক জজ। আশরাফুল হক জজ ঐতিহ্যবাহী মল্লিকবাড়ী বাজারে শত শত লোকের সাথে দেখা করেন এবং আগামী নির্বাচনে যাতে তিনি আওয়ামীলীগ থেকে নৌকা পান তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এসময় আশরাফুল হক জজ বলেন, গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য রাত দিন যে পরিশ্রম করে যাচ্ছেন তাতে আমি মনে করি ২০৪১ সালের মধ্যে আমরা পরিপূর্ণ একটি স্মার্ট বাংলাদেশ পাবো। আমিও ভালুকার মানুষের ভাগ্য উন্নয়নে তাদের সেবা করার চাই। সে লক্ষেই আমি আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি ভালুকাকে একটি স্মার্ট ও আধুনিক ভালুকা হিসেবে প্রতিষ্ঠিত করবো ইনশা আল্লাহ। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।