amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় চাঁদার টাকা না পেয়ে বসত বাড়ি ও দোকানে হামলার ঘটনায় থানায় অভিযোগ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় চাঁদার টাকা না পাওয়ায় বসত বাড়ি ও দোকানে ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে।

১৬ই সেপ্টেম্বর(শনিবার) বিকেলে উপজেলার ধামশুর গ্রামে মনির হোসেন নামে এক ব্যাক্তির বাড়িতে ও পৌরসভার অবদার মোড়ে ওয়ার্কসপে একদল দূর্বৃত্তদের হামলায় আহত হয়ে একই পরিবারের ৩সদস্য মোঃ মনির হোসেন, সহোদর ভাই বাবুল, মা মনোয়ারা বেগম, ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উক্ত ঘটনায় আহত মোঃ মনির হোসেন বাদী হয়ে (রবিবার) রাতে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মাদক সেবনের জন্য মনির হোসেনের ওয়ার্কসপে বিভিন্ন সময় চাঁদা দাবী করে আসছিলো একদল মাদকসেবী চক্র। মনির হোসেন চাঁদার টাকা দিতে অস্বীকার করায় দূর্বৃত্তরা মনিরের বাড়িতে হামলা চালিয়ে তার মা মনোয়ারা বেগমকে আহত করে গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্নের চেইন (যার বাজার মূল্য ৯৬০০০ টাকা) ছিনিয়ে নেয় এবং বাড়িতে থাকা আসবাবপত্র ভাংচুর করে আনুমানিক ২লক্ষ টাকার ক্ষতি সাধন করে। পরবর্তীতে একই সন্ধায় পৌরসভার অবদার মোরে মনিরের ওয়ার্কশপে হামলা চালিয়ে ক্যাশ বক্সে থাকা ১লক্ষ৮৫ হাজার টাকা লুটকরে মনির হোসেন ও সহোদর ভাই বাবুলকে আহত করে । এ ঘটনায় ভালুকা মডেল থানায় ১৪ জনকে আসামী করে আহত মোঃ মনির হোসেন একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় দায়েরকৃত অভিযোগে আসামীরা হলেন মোঃ তারেফ মিয়া(২২) পিতা- মজিবুর রহমান, মোঃ মাসুম মিয়া(২৫)পিতা- মৃত আঃ মান্নান শেখ, মোঃ মাহিন মিয়া(২১)- পিতা মৃত আঃ মান্নান শেখ, মোঃ হৃদয়(২০) পিতা- মাইজ উদ্দিন, হিরা মিয়া(২৬) পিতা- তাইজ উদ্দিন, মোঃ মাবুবুল(৩০), ইমন মিয়া(২৪)পিতা মানিক মিয়া, মোঃ মিঠুন মিয়া(৩১), মোঃ সুমন মিয়া(২৯) উভয় পিতা- মৃত আশু মিয়া, মজিবর রহমান(৫৫),পিতা- মৃত সুলাইমান, সর্ব সাং ৮ নয় ওয়ার্ড ভালুকা পৌরসভা, মোঃ ইন্নুস আলী(২০), ইমন মিয়া(২২), ইউসুফ আলী(২৪) সর্ব পিতা- হানিফ মিয়া, হানিফ মিয়া(৫২) পিতা- আকন্দ মিয়া সর্ব সাং ধামশুর।

আহত মোঃ মনির হোসেন জানান, আসামীরা বিভিন্ন সময় মাদক সেবনের জন্য আমার ওয়ার্কসপে এসে চাঁদা দাবী করে আমি টাকা দিতে অস্বীকার করায় আমার বাড়িতে হামলা চালিয়ে আমার মাকে আহত করে লুটপাট ও ক্ষতি সাধন করে। পরে একই সন্ধায় আমাকে বাড়িতে না পেয়ে আমার ওয়ার্কসপে আমার সহোদর ভাই বাবুল সহ আমাকে লোহা পাইপ দিয়ে মাথা আঘাত করে আহত করে ক্যাশ বক্সে থাকা ১ লক্ষ ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। উক্ত ঘটনায় আমি সহ আমার সহোদর ভাই ও মা মনোয়ারা বেগম আহত হয়ে চিকিৎসাধীন রয়েছি।

এ ঘটনায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, অভিযোগ পেয়েছি, অভিযোগের তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।