amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় চাঁদার দাবিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

আবিদ হাসান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৪ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় চাদাঁর দাবীতে অরেঞ্জ কমিউনিটিকেশনের আই.এস.পি এর (ওয়াইফাই) লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেছে আওয়ামীলীগ থেকে নব্য আগত হাইব্রিড বিএনপির সমর্থকেরা।

সোমবার ২৫/০৮/২০০৪ ইং তারিখে উপজেলার হবিরবাড়ীর আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী অরেঞ্জ কমিউনিটিকেশনের আই.এস.পি এর শাখা ম্যানেজার মোঃ সাখাওয়াত হোসেন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘ যাতব একদল চাঁদাবাজ অরেঞ্জ কমিউনিটিকেশনের আই.এস.পি এর কাছে চাঁদা দাবী করে আসছিলো ম্যানেজার চাঁদা নিতে অস্বীকার করায় সুজন(৩০), রায়হান(২৫),সাইফুল(২২), সিরাজুল ইসলাম(২৫) সহ অজ্ঞাত ২০-২৫ জন সন্ত্রাসী সোমবার (২৫ আগষ্ট) রাতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে ইন্টারনেট সংযোগের প্রয়োজনীয় মালামাল লুট করে পালিয়ে যায়। পরে শুক্রবার সকালে বিবাদীরা ম্যানেজার মোঃ সাখাওয়াত হোসেনকে চাঁদা দেওয়া সহ খুন জখমের হুমকি প্রদান করেন।

স্থানীয় একাধীক ভুক্তভোগী গ্রাহকেরা জানান, দীর্ঘদিন যাবত তারা মোঃ সাখাওয়াত হোসেনের কাছ থেকে ইন্টারনেট সংযোগ সেবা নিয়েছেন। সোমবার হঠাৎ একদল লোক এসে সকাল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে চলে যায়।

ভুক্তভোগী মোঃ সাখাওয়াত হোসেন জানান, ৫ই আগষ্ট সরকার পতনের পর থেকে উক্ত বিবাদীগন আমার কাছে চাঁদা দাবী করে আসছিলো আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে মালামাল লুট করে নিয়ে যায় ও আমাকে খুনের হুমকি দেয়।

এ ঘটনা বিবাদীদের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয় নি।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, উক্ত ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত পূর্বক আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।