amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৩০ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার ঘটনায় থানায় মামলা

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় শান্তা (২৩) নামে এক প্রবাসীর স্ত্রী চিরকুট লিখে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাচিনা ইউনিয়নের ঢাকুরিয়া বেপারিপাড়া এলাকায়।

নিহতের পরিবারের দাবি শান্তাকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে জুলিয়ে রাখা হয়েছে।এ ঘটনায় ভালুকা মডেল থানায় নিহতের ভাসুর ও শ্বাশুড়িকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাচিনা ইউনিয়নের ঢাকুরিয়া এলাকার মৃত কালামের ছেলে মোহাম্মদ আলীর সাথে বিগত পাঁচ বছর পূর্বে আইয়ুব আলীর মেয়ে শান্তার বিবাহ হয়। তাদের সংসার জীবনে আড়াই বছরের একটি মেয়ে রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শান্তার সাথে তার ভাসুর ও শ্বাশুড়ির প্রচন্ড বিরোধ ছিল। ঘটনার দিন সকালে শান্তা কাজের কথা বলে নিজের বসতঘরে ঢুকলে সেখান থেকে তাকে বেরুতে দেখা যায় নি। পরবর্তীতে শান্তাকে ঘরের ভিতর সিলিং ফ্যানের সঙ্গে গোলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখা গেলে তার শাশুড়ি ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন থানায় ফোন করে। সংবাদ পেয়ে দ্রুত ভালুকা মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে ঘটনার পর থেকেই শান্তার শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে তালা ঝুলিয়ে সবাই পলাতক রয়েছে।

এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি(তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।