
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ পুলিশে কর্মরত এ.এ.এস আই উজ্জল মিয়া কর্তৃক জবর দখল হওয়া বনের কোটি টাকা মূল্যের ২৬ শতাংশ জমি উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ।
রবিবার রাতে ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোঃ হারুন উর রশিদ খানের নির্দেশে বনবিভাগের লোকজন উপস্থিত থেকে বনের জমিতে নির্মান চলাকালীন ঘরটি উচ্ছেদ করা হয়।
ভালুকা রেঞ্জের রেন্জ কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ খান জানান, মল্লিকবাড়ী মৌজার ২০৬ নং দাগে বন বিভাগের জমিতে এ.এ.এস আই উজ্জল মিয়া নামে এক ব্যাক্তি রাতের আধারে ঘর ষকরতেছিলো পরে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় আনুমানিক ০২ কোটি টাকা মূল্যের ২৬ শতাংশ জমি দখলমুক্ত করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।