amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় জমি সংক্রান্ত বিরোধে হামলা, লুটপাট শিশু ও মহিলা সহ আহত-৩

ময়মনসিংহ জেলা প্রতিনিধি::
অক্টোবর ২৬, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শিশু ও মহিলা সহ একই পরিবারের ৩জন আহত হয়েছেন।

বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলার রাজৈ ইউনিয়নের সোহাল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন লুৎফর রহমান(৪২), নাসিমা আক্তার(৩৫), ও ৯ম শ্রেনীর ছাত্র মতিউর রহমান(১৫) এ ঘটনায় আহত লুৎফর রহমান বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার(২৫-১০-২০২৩) সকাল ১০টার দিকে শাজাহান, শাহাব উদ্দিন, মামুন মিয়া, কামরুল ইসলাম, আঃ রহিম, জাকির হোসেন, রাসেল,হয়রত আলী, রহিমা খাতুন, তাসলিমা আক্তার লাঠিসোটা, দিয়ে এ হামলার ঘটনা ঘটায়।

আহত লুৎফর রহমান জানান, হামলাকারীদের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। অভিযুক্তরা আমার জমি জবর দখল করার পায়তারা করে আসছিলো। জমি সংক্রান্ত বিরোধের জেরে আদালতে মামলা দায়ের ও জবর দখলে বাধা প্রদান করায় আমাকে খুনের হুমকি দেয় হামলাকারীরা।সোমবার সকালে অবৈধ ভাবে বাঁশের ঝার থেকে বাঁশ কেটে ৪০০০ টাকার ক্ষতি সাধন করে। এ ঘটনায় আমি বাধা প্রদান করায় আমি সহ আমার স্ত্রী ও ৯ম শ্রেনীতে পড়ুয়া সন্তানের উপর লাঠিসোটা দিয়ে হামলা চালিয়ে আমাদের আহত করে আমার স্ত্রীর গলায় থাকা ৭৫,০০০/- টাকা মূল্যের স্বর্নের চেইন ও মুদির দোকানের ক্যাশ বক্স থেকে নগদ ৪০,০০০/- টাকা লুট করে আমাদের অবরুদ্ধ করে রাখে জীবন বাচাতে আমি ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে ঘটনার স্থল থেকে আমাদের উদ্ধার করে । এ ঘটনায় আহত হয়ে আমরা ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছি।

এ ঘটনায় অভিযুক্তদের সাথে একাধিক বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।