amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৩০ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় তুচ্ছ ঘটনায় ২য় শ্রেণীর শিক্ষার্থীকে মারধরের অভিযোগ 

আবিদ হাসান
অক্টোবর ৩০, ২০২৪ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শামসুন্নাহারের বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাচিনা ইউনিয়নের কাদিগড় নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামসুন্নাহার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী খালিদ হোসেন কে নিয়মবহির্ভূত ভাবে বাঁশের বেত দিয়ে মারধর করে।

স্কুলে পিটি চলাকালীন লাইন থেকে পিছনে যাওয়ার সময় শিক্ষার্থীর পা ভুল বশত শিক্ষিকার পায়ে লাগার কারনে তিনি ক্ষিপ্ত হয়ে যান। রাগান্বিত হয়ে তিনি আট বছর বয়সী খালিদকে বেত দিয়ে মারধর করেন যদিও কোন শিক্ষার্থীকে বেত দিয়ে মারধর নিয়মের বাইরে।

এ ঘটনায় খালিদের পিতা স্কুল প্রধানের কাছে বিচার চাইলে উল্টো তার প্রতি রাগান্বিত হয়ে গালিগালাজ করেন অভিযুক্ত শিক্ষিকা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি, মোবাইলে তিনি জানান এ বিষয়ে তার কিছু বলার নেই।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা শামসুন্নাহার কে একাধিক বার কল দিয়ে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন জানান, তিনি অভিযোগটি গ্রহণ করেছেন পরে প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমদ জানান, স্কুলে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।