ময়মনসিংহের ভালুকায় প্রতিপক্ষের হামলার ঘটনায় মোছাঃ আখি আক্তার নামে ১ মহিলা গুরুতর আহত হয়েছেন।
রবিবার বিকেলে উপজেলার আমতলী মাদুরভিটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মোছাঃ আখি আক্তারের স্বামী মোঃ সুমন মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত মোঃ সুমন মিয়ার সাথে প্রতিপক্ষের জমি নিয়ে বিরোধ চলছিলো তারই জের ধরে রবিবার বিকেলে মোঃ রাশিদ মিয়া(৩৯), আব্দুল আলী(৫৫), স্বপন মিয়া(১৯), পাপেল মিয়া(২৫),মনির হোসেন (৩০), সুমা আক্তার(২২), মমতাজ বেগম(৫১), সামিনা(৩৬), সুমন মিয়ার বসত বাড়িতে হত্যার উদ্দেশ্যে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে সুমন মিয়াকে না পেয়ে মোছাঃ আখি আক্তারকে আহত করে ঘরের ভিতরের ড্রয়ারে থাকা নগদ ১,৫০,০০০/- টাকা ও আখি আক্তারের ব্যবহৃত ৮ আনা ওজনের স্বর্নের চেইন (যার বাজার মূল্য ৬০,০০০/- টাকা) লুট করে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত মোছাঃ আখি আক্তারকে চিকিৎসার জন্য উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। বাকি আসামীদের আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।