ময়মনসিংহের ভালুকায় প্রতিপক্ষের হামলার ঘটনায় মোছাঃ শেফালী আক্তার নামে ১ মহিলা গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার জামিরদিয়া কুমারপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মোছাঃ শেফালী আক্তারের মেয়ে মোছাঃ মনিরা খাতুন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত মোছাঃ শেফালী আক্তারের সাথে প্রতিপক্ষের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিলো তারই জের ধরে সোমবার সকালে আলী হোসেন, আবুল কালাম আজাদ, লাকী আক্তার হত্যার উদ্দেশ্যে মোছাঃ শেফালী আক্তারের বাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মোছাঃ শেফালী আক্তারকে আহত করে তার ব্যবহৃত ৪ আনা ওজনের কানের ধুল (যার বাজার মূল্য ৩০,০০০/- টাকা) নিয়ে করে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত মোছাঃ শেফালী আক্তারকে চিকিৎসার জন্য উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
এ ঘটনায় বিবাদীদের সাথে যোগাযোগ করার চেষ্টায় করেও সম্ভব হয়নি।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।