amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় প্রশাসনের বিজয় দিবসের অনুষ্ঠান মঞ্চে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের নেতা

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ১৭, ২০২৪ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের এক সহ সভাপতি।

জানা গেছে, গতকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ভালুকা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ ভালুকা শাখার সহ সভাপতি এস এম সুজন খান। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে তার এই উপস্থিতির জানানও দিয়েছেন তিনি।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক ফারহান লাবীব জিসান, মঞ্চে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জেলা জাসাসের সদস্য সচিব রফিকুল ইসলামকে জিজ্ঞেস করতে বলেন। মঞ্চে পারফর্ম করা শিল্পীর তালিকায় ওই নেতা বা কোন আওয়ামীলীগের সাথে জড়িত কারও নাম ছিলোনা বলে জানান তিনি।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান জানান, এমনটি তার জানা নেই, তিনিও জাসাস নেতৃবৃন্দ ও সংগীতশিল্পী আশিকুর রহমান শ্রাবণ এ বিষয়ে ভালো বলতে পারবেন বলে জানান। এসময় তিনি আরও জানান, মঞ্চ ও অনুষ্ঠান ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সবাইকে আওয়ামীলীগ বা তার অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মী যেন মঞ্চে না উঠে সেই ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দেয়া ছিলো।

এ বিষয়ে সংগীতশিল্পী আশিকুর রহমান শ্রাবণ জানান, তিনি মঞ্চে অনুষ্ঠান পরিচালনার সময় এমনটি ঘটেনি।

জেলা জাসাসের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক বিষয়টি মিথ্যা দাবী করে জানান, তিনিও মঞ্চে থাকাকালীন এমন কোন ঘটনা ঘটেনি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবির বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন হয়তো অনুষ্ঠান শুরুর আগে বা পরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের ওই নেতা গোপনে এমনটা করে থাকতে পারেন।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল আমিন মাসুদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ বিষয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মজিবুর রহমান মজু, তিনি জানান বিষয়টি অত্যন্ত নিন্দনীয়।

এ ব্যাপারে তীব্র ক্ষোভ জানিয়ে ভালুকা পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল বলেছেন, আওয়ামীলীগের বিষয়ে কোন ছাড় নেই, মঞ্চে কিভাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি উঠলেন তার বিচার হওয়া উচিত বলে জানান তিনি।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের এই নেতার উপস্থিতি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাজারো ছাত্রজনতার রক্তের উপর দাঁড়িয়ে বিজয় দিবসে এমন ঘটনায় বিব্রত সবাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।