amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৬ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় মঙ্গলবার (৬জুন) সকালে ভালুকা প্রেসক্লাব কার্য্যালয়ে বাংলাদেশের বহুল প্রচারিত ও পাঠক প্রিয় দৈনিক যায়যায়দিনের ১৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

অনুষ্ঠানে দৈনিক যায়যায়দিনের ভালুকা প্রতিনিধি সফিউল্লা আনসারীর সভাপতিত্বে ও ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ড.শেলিনা রশিদ, ভালুকার এ্যাপোলো ইন্সটিটিউট অব কম্পিউটারের অধ্যক্ষ এ আর এম শামসুর রহমান লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ডালী প্রমুখ। এ সময় যায়যায়দিন পত্রিকার সাবেক প্রতিনিধি মরহুম ওয়দুদ মিয়ার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত শেষে বক্তারা তাদের বক্তব্যে দৈনিক যায়যায়দিনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।