ময়মনসিংহের ভালুকার স্কয়ার মাস্টারবাড়ী ও সিডস্টোর বাজার এলাকায় মহাসড়কের উপর বসা অবৈধ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১২ টার দিকে এ অভিযান পরিচালনা করেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, ভালুকা মডেল থানার এসআই করিম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু।
সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার জানান, ঈদকে ঘিরে এ দুটি স্থান বেশ গুরুত্বপূর্ণ। শহর থেকে আসা অধিকাংশ মানুষ এখান থেকে আসা-যাওয়া করে। এ কারণে সড়কটিতে থাকা বিভিন্ন দোকান, অবৈধ পার্কিং, কাঁচাবাজার উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি নতুন করে দোকান যেন সড়কে বসতে না পারে, সেই ব্যবস্থাও নেয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।