ময়মনসিংহের ভালুকায় কাতলামারী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মোফাজ্জল হককে দায়িত্বরত অবস্থায় সন্ত্রাসী কর্তৃক ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও দোষীদের উপযুক্ত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের সামনে শিক্ষক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভালুকা উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ আর এম শামসুর রহমানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সুবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পৌর স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন ঢালী, স্বা,মা,শি,প,সভাপতি নাজমুল আলম, প্রধান শিক্ষক লিয়াকত আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সহ সভাপতি নজরুল মানিক, মেজবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, বহুলী দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা রমজান আলী, ওমর ফারুকসহ নেতৃবৃন্দ।
গত ৭ তারিখ এ ঘটনায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি। বক্তারা অতিদ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শাস্তি দাবি করেন।