ময়মনসিংহের ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ পিপিএম (বার) শেষ কর্মদিবসেও চমক দেখালেন। শেষ কর্মদিবসে তার নেতৃত্বে অভিযান চালিয়ে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের কয়েক ঘণ্টার মধ্যে রাকিব মিয়া (১৯) নামে এক অভিযুক্তকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
আটক রাকিব উপজেলার রাংচাপড়া এলাকার নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
গতকাল ২০ সেপ্টেম্বর স্থানীয় ‘ভালুকা ফিড মিলে’র ভিতরে মানসিক ভারসাম্যহীন এক নারী ধর্ষণের শিকার হন। পরে এ ঘটনায় পুলিশকে খবর দেয়া হলে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই যুবককে আটক করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, এ ঘটনায় আসামী রাকিবকে আটক করা হয়েছে এবং ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে অতিরিক্ত আইজি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক চিঠিতে ভালুকা থানার ওসি শাহ কামাল আকন্দসহ ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ৩২ জন ওসিকে বদলির আদেশ দেয়া হয়। ওসি শাহ কামাল আকন্দকে সিআইডিতে বদলি করা হয়েছে