amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় শেষ কর্মদিবসে ওসির চমক, কয়েক ঘণ্টার মধ্যে ধর্ষক আটক

আবিদ হাসান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৪ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ পিপিএম (বার) শেষ কর্মদিবসেও চমক দেখালেন। শেষ কর্মদিবসে তার নেতৃত্বে অভিযান চালিয়ে এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের কয়েক ঘণ্টার মধ্যে রাকিব মিয়া (১৯) নামে এক অভিযুক্তকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

আটক রাকিব উপজেলার রাংচাপড়া এলাকার নজরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

গতকাল ২০ সেপ্টেম্বর স্থানীয় ‘ভালুকা ফিড মিলে’র ভিতরে মানসিক ভারসাম্যহীন এক নারী ধর্ষণের শিকার হন। পরে এ ঘটনায় পুলিশকে খবর দেয়া হলে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই যুবককে আটক করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, এ ঘটনায় আসামী রাকিবকে আটক করা হয়েছে এবং ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে অতিরিক্ত আইজি (ফিন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক চিঠিতে ভালুকা থানার ওসি শাহ কামাল আকন্দসহ ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ৩২ জন ওসিকে বদলির আদেশ দেয়া হয়। ওসি শাহ কামাল আকন্দকে সিআইডিতে বদলি করা হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।